তাজা ফুল মানেই সতেজতা। বাগান থেকে নয়তো বাজার থেকে কিছু ফুল এনে টেবিলে রাখুন। চাইলে একটি বড় তোড়া কিনে কয়েক ভাগে ভাগ করে আলাদা ঘরে সাজাতে পারেন। এতে পুরো ঘরেই একটা ফ্রেশ ভাব চলে আসবে।৪. মেঝে ফাঁকা রাখার চেষ্টা করুনজুতা, পার্সেল বা খোলা বাক্স—এসব অনেক সময় মেঝেতে পড়ে থাকে দিনের পর দিন। একটু সময় নিয়ে এসব সরিয়ে ফেলুন। ফাঁকা মেঝে মানেই পরিষ্কার ও প্রশান্তিকর ঘর।৫. সূর্যের আলো প্রবেশ করতে দিনপ্রাকৃতিক আলো ঘরের মেজাজই বদলে দেয়। পর্দা সরিয়ে দিন, জানালা খুলুন। সূর্যের আলো শুধু ঘরকে উজ্জ্বলই করে না, মনকেও ভালো রাখে। সেই সঙ্গে ধুলোময়লা চোখে পড়বে সহজে, আর আপনি নিজেই নেমে পড়বেন পরিষ্কারের কাজে!৬. তাক আর শেলফ গুছিয়ে নিনযেসব জায়গা বাইরে থেকে দেখা যায়—যেমন টেবিলের ওপর, শেলফ, আলমারি—সেগুলো অগোছালো থাকলে ঘর...