নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে পাচারকালে ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার হরণী ইউনিয়নের মাইন উদ্দিন বাজার ও তেগাছিয়া থেকে এসব সার জব্দ করা হয়। অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর একটি চৌকস টিম এবং হাতিয়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এসময় হাতিয়ার তেগাছিয়া বাজার এলাকা থেকে ৩৭০ বস্তা এবং টাংকির ঘাট এলাকা থেকে আরও ৩০০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ হওয়া ৩৭০ বস্তা সার সুবর্ণচর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং ৩০০ বস্তা সার হাতিয়ার হরনি ইউনিয়ন পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়। এছাড়া অভিযানে দুটি ট্রাকও জব্দ করা হয়। যা বর্তমানে সুবর্ণচর উপজেলার চরজব্বর থানা পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয়রা জানায়, একটা চক্র দীর্ঘদিন ধরে ট্রলারের মাধ্যমে সার...