ইতিহাস পিছু ছাড়ছে না বসুন্ধরা কিংসের। একের পর এক শিরোপা জিতেই চলেছে বাংলাদেশের জনপ্রিয় ক্লাবটি।পেশাদার ফুটবলে ২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর এরই মধ্যে কিংসের শোকেসে বন্দি ১৪ চ্যাম্পিয়নের ট্রফি। ঘরোয়া ফুটবলে সর্বাধিক ট্রফি জেতা না হলেও মাত্র আট মৌসুমে এত শিরোপা কোনো ক্লাবই জিততে পারেনি। ১৯৪৮ সালের ঘরোয়া ফুটবলের যাত্রা। ঢাকা মোহামেডান ১৯৫০ সাল থেকে খেলছে। পুরোনো দল হিসেবে স্বাধীনতার আগে ও বাংলাদেশ মিলিয়ে সর্বোচ্চ ৫০টি ট্রফি জিতেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। এর মধ্যে লিগ ২০, আগাখান গোল্ড তিন, ফেডারেশন কাপ ১১, স্বাধীনতা কাপ আবার দুই ভাগে বিভক্ত। পাকিস্তান আমলে ৬ ও বাংলাদেশে স্বাধীনতা কাপে তিনবার চ্যাম্পিয়ন। ডামফা কাপ দুই, জাতীয় লিগ দুই, সুপার কাপ দুই ও মা-মণি গোল্ড কাপে একবার ট্রফি জিতেছে সাদা-কালোরা। ঢাকা আবাহনীর অভিষেক ১৯৭২ সালে। ৫০ বছরের পুরোনো এ...