স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ৩০টি যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান, পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যু হয় আরও ১৫ জনের।এ ঘটনায় আহতদের মধ্যে ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ছাড়া ৩৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিই এই ভয়াবহ দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।সূত্র: রয়টার্সনিউজজি/এস আর এ ঘটনায় আহতদের মধ্যে ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ছাড়া ৩৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের...