জামায়াতে ইসলামী সর্বদাই দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের বিরোধিতা করে এসেছে। ভারত বিভক্তিকালে মাওলানা মওদুদী পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিলেন। মুক্তিযুদ্ধকালে গোলাম আজম বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছিলেন। এখন তারা পিআর পদ্ধতির অযৌক্তিক দাবি তুলে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা শাহী ইদগাহ জামে মসজিদ মাঠে এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ড. রেদোয়ান বলেন, জামায়াত কখনো এ দেশের মঙ্গল চায়নি। স্বাধীনতা সংগ্রামেও পাকিস্তানি হানাদারদের পক্ষ নিয়ে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে। এখন পিআর পদ্ধতি দাবি করে জাতিকে বিভ্রান্ত এবং নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতি আপনাদের এই প্রলোভনে পড়বে না। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার, সংবিধান...