জুলাই পদযাত্রার পর এবার দেশের প্রতিটি উপজেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, অক্টোবরেই দেশের প্রতিটি জেলা- উপজেলায় আহ্বায়ক কমিটি হবে এনসিপির। উঠান বৈঠক নামের কর্মসূচির মধ্যদিয়ে তারা এনসিপির ২৪ দফা ইশতেহার উপজেলা পর্যায়ে মানুষের দুয়ারে পৌঁছে দেবেন। তিনি বলেন, এনসিপির খুব শিগগিরই নিবন্ধিত দল হচ্ছে এবং প্রতীক হিসেবে শাপলাই পাচ্ছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা জানান। এনসিপির আহ্বায়ক বলেন, এনসিপি হারিয়ে যায়নি বরং দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা নিবন্ধন পেতে যাচ্ছি উল্লেখ করে তিনি বলেন, শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাবো। তিনি আরও বলেন, জুলাই সনদের...