চলমান এশিয়া কাপে বাংলাদেশ তাদের সুপার ফোরের সমীকরণ মেলাতে না পারলেও শ্রীলঙ্কার কল্যাণে টিকিট পেয়েছে। আর সুপার ফোরের প্রথম ম্যাচে সেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। এই ম্যাচের আগে আলোচনায় টাইগারদের একাদশ। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চাইবেন লিটন কুমার দাস। তাই আফগানিস্তানের ম্যাচের একাদশ থেকে বেশকয়েকটি পরিবর্তন আনতে পারে টাইগার ম্যানেজমেন্ট। ওপেনারে তানজিদ তামিম অটোচয়েজ হিসেবে মাঠে নামবেন। আফগানদের বিপক্ষে ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। তার সঙ্গে থাকবেন সাইফ হাসান। কারণ, ইমনের বদলি হিসেবে আফগানদের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করে নিজেদের প্রমাণ করেছেন তিনি। তিনে দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে, চারে তাওহীদ হৃদয় ও পাঁচে অটোচয়েজ জাকের আলী। তবে আফগানদের বিপক্ষে একাদশে...