চাঁদপুরের ফরিদগঞ্জে চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে পৌর এলাকার চরবড়ালি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোর চক্রের সক্রিয় সদস্য মো. আকরাম হোসেন (২২) কে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্য পোয়া জমাদার বাড়ির আব্দুল কাদেরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর চরবড়ালি মিজি বাড়ির সামনে থেকে সিএনজি চালক ইউসুফের অটোরিকশাটি চুরি হয়। ওই রাতেই ভুক্তভোগী ইউসুফ ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আকরামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আকরাম চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে চোরাই সিএনজিটি উদ্ধার করা হয়। সে আরও জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের...