দীর্ঘ আট মাস আটক থাকার পর অবশেষে আফগানিস্তানের তালেবান ব্রিটিশ দম্পতি পিটার রেনল্ডস (৮০) ও বার্বি রেনল্ডস (৭৬)-কে মুক্তি দিয়েছে। কাতারের মধ্যস্থতায় শুক্রবার তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির পর দম্পতিটি কাতারের দোহায় পৌঁছে সেখানে তাদের মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত হন। দম্পতি আফগানিস্তানে প্রায় দুই দশক বসবাস করেছেন। তারা নিজ দেশে ফেরার সময় গত ১ ফেব্রুয়ারি তালেবান কর্তৃপক্ষ দ্বারা আটক করা হয়েছিল। সংবাদমাধ্যম জানিয়েছে, মেডিকেল পরীক্ষা শেষে তাদের ব্রিটেনে পাঠানো হবে। আগে তালেবান তাদের বিরুদ্ধে আফগানিস্তানের আইন ভঙ্গের অভিযোগ আনে। যদিও মুক্তি দেওয়া হয়েছে, তবে তাদের আটক করার কারণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। দোহায় অবতরণের পর মিসেস রেনল্ডস বলেছেন, কাতারে আসতে পেরে খুব...