মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অতি দক্ষ বিদেশি কর্মীদের বাৎসরিক ভিসা ফি এক লাখ ডলার করতে এবং ধনী ব্যক্তিদের জন্য মার্কিন নাগরিকত্বের দ্বার উন্মোচনে ১০ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা চালুর এক ঘোষণায় স্বাক্ষর করেছেন। কংগ্রেসকে পাশ কাটিয়ে শুক্রবার তার নেওয়া এমন সিদ্ধান্ত শিগগিরই আইনি বাধার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, দক্ষ কর্মীদের এখন এইচ-১বি ভিসার লটারিতে অংশ নিতে খরচ হয় মাত্র ২১৫ ডলার, তাও এককালীন। ভিসা অনুমোদিত হলে আরও কয়েক হাজার ডলার বাড়তি লাগে, যা মূলত কোম্পানিগুলোই বহন করে। কিন্তু ট্রাম্পের ঘোষণায় এখন থেকে এ ভিসায় বছর বছর প্রতি কর্মীর জন্য মার্কিন কোম্পানির গুণতে হবে এক লাখ ডলার করে। সাধারণত তিন থেকে ছয় বছরের জন্য এ ভিসা দেওয়া হয়। বিনিয়োগ ভিসার খরচও বছরে ১০-২০ হাজার...