২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় শুক্রবার রাতে একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে। বিস্ফোরণের কারণ প্রাথমিকভাবে এসি-এর ত্রুটি বা বৈদ্যুতিক সমস্যার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। দগ্ধদের দ্রুত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। দুর্ঘটনার পর পরিবারের সদস্যদের উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিলে, তাদের অবস্থা যাচাই করা হয়েছে। এ ধরনের বিস্ফোরণ সাধারণত বিদ্যুৎ সংযোগ...