২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কোথায় ছিলেন তা অবশেষে প্রকাশিত হয়েছে। জানা গেছে, তিনি সেনাবাহিনীর নিরাপত্তায় কিছুদিন থাকার পর একটি ব্যক্তিগত স্থানে চলে গেছেন। গত ৯ সেপ্টেম্বর পদত্যাগের পর অলি শিবপুরীর সেনা স্টাফ কলেজে অবস্থান করছিলেন। তবে গত বৃহস্পতিবার তিনি সেখানে থেকে বের হয়ে একটি ব্যক্তিগত জায়গায় চলে যান। পদত্যাগের পর নিরাপত্তার কারণে সেনাবাহিনী তাকে নিরাপদে রাখছিল। প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত হওয়ার পর অলি ভারতের নীতি ও পদক্ষেপের সমালোচনা করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, সেনা নিরাপত্তায় ৯ দিন কাটানোর পর নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান অলি একটি ব্যক্তিগত জায়গায় চলে গেছেন। এখন পর্যন্ত তাঁর নতুন অবস্থানের সঠিক স্থান জনসমক্ষে প্রকাশ করা হয়নি। গণমাধ্যমের...