যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে নতুন করে আরও ছয়শো চল্লিশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে চায়। এই বিক্রির প্রস্তাব এখন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায়। বিষয়টি ঘনিষ্ঠ কয়েকটি সূত্র শুক্রবার জানিয়েছেন। এই বিপুল অস্ত্র বিক্রির মধ্যে রয়েছে আক্রমণাত্মক হেলিকপ্টার এবং সৈন্য পরিবহনযান। পরিকল্পিত এই প্যাকেজ অনুযায়ী, ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির জন্য বরাদ্দ ধরা হয়েছে ৩৮০ কোটি ডলার। পাশাপাশি, ইসরায়েলি সেনাবাহিনীর জন্য ৩,২৫০টি পদাতিক আক্রমণ যান বা ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকলের জন্য ধরা হয়েছে ১৯০ কোটি ডলার। এই অস্ত্রচুক্তির অংশ হিসেবে সাঁজোয়া যান বা আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারের জন্য খুচরা যন্ত্রাংশ ও পাওয়ার সাপ্লাইয়ের বরাদ্দ ৭৫ কোটি ডলার—যার অনুমোদনের প্রক্রিয়াও এগিয়ে চলছে। এই সংবাদ প্রকাশ পেল ঠিক সেই সময়, যখন ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরে তাদের অভিযান আরও বিস্তৃত করেছে। তারা...