ইতিহাসে প্রথমবার ভারতের বিপক্ষে নেমে সম্ভাবনা জাগালেও কাঙ্ক্ষিত ফল পায়নি ওমান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মুখোমুখি হয় ভারত ও ওমান। আগেই ধারণা করা হয়েছিল ভারতের সঙ্গে ওমান পেরে উঠবে না। কিন্তু ওমান যেভাবে লড়ে টিকে ছিল—সেটা পাকিস্তানও পারেনি। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল মূলত আনুষ্ঠানিকতা। ভারত অনেক আগেই সুপার ফোর নিশ্চিত করেছে, আর ওমান ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। তবে এই ম্যাচেই ভারতের বুক কাঁপিয়ে দেয়ওমান। টস জিতে ব্যাটিংয়ে নেমে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত ৮ উইকেট হারিয়ে তোলে ১৮৮ রান। অভিষেক শর্মা শুরুটা করেন ঝোড়ো ব্যাটিংয়ে—১৫ বলে ৩৮ রান, যেখানে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। এরপর সাঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, তিলক ভার্মা ও হর্ষিত রানার ব্যাটিংয়ে চাঙা হয় ভারতের সংগ্রহ। টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা...