ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। আগামী বছরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক সেই আসরের পর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানেন। ঢাকার মাটিতে পা রাখার আগে অবশ্য নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে পাকিস্তান।বাংলাদেশ সফরে দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী, আসন্ন এই সিরিজে টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। তবে পাকিস্তানের পরবর্তী সফরে টি-টোয়েন্টি সিরিজ হবে না বলে জানা গেছে।আগামী বছরের মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান। ২৬ মার্চ শুরু হতে পারে দুই দলের লড়াই। দুই টেস্টের একটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আরেকটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে।সিরিজ চূড়ান্ত হলেও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সিরিজ নিয়ে বিসিবি নিজেদের...