ভারত-ওমান ম্যাচের তখন আর স্রেফ ছয় ওভার বাকি। ক্যাচ নিতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন আকসার প্যাটেল। সেই চোট তাকে কতদিন বাইরে রাখে, প্রশ্ন এখন সেটিই। ভারতীয় দলের দুর্ভাবনার বড় কারণ, রোববারই যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। ওমানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের ফিল্ডিং কোচ টি দিলিপ জানান, আকসার ভালো আছেন। তবে পরের ম্যাচের আগে সময় খুব বেশি নেই বলেই মূল শঙ্কা। ভারতীয় দলের ভারসাম্যের জন্য বাঁহাতি এই অলরাউন্ডা খুবই গুরুত্বপূর্ণ একজন। এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে শুক্রবার ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন আকসার। পরে বোলিং করেন মাত্র এক ওভার। ওমানের ইনিংসের পঞ্চদশ ওভারে শিভাম দুবের বল উড়িয়ে মারেন হাম্মাদ মির্জা। এক্সট্রা কভারে ক্যাচ নিতে গিয়ে গড়বড় করে বসেন আকসার। বল হাত থেকে ফসকে যায়।...