আরও একটি সিনেমা থেকে বাদ পড়লেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিকুয়েলে স্বাভাবিকভাবেই দীপিকাকে আশা করেছিলেন তার ভক্তরা। তবে নিরাশ করছেন এই অভিনেত্রী। বলিউড হাঙ্গামা লিখেছে, দক্ষিণী তারকা প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে তৈরি সায়েন্স ফিকশন-মিথোলজির ‘কল্কি ২৮৯৮ এডি’ বক্স অফিসকে দুহাতে ভরিয়ে দিয়েছিল। এখন কল্কির প্রযোজনা প্রতিষ্ঠান ‘বৈজয়ন্তী মুভিজ’ এক্সে জানিয়েছে, দীপিকা কল্কি ২৮৯৮ এডি সিনেমার সিকুয়েলে আর থাকছেন না। অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ‘বৈজয়ন্তী মুভিজ’। তারা বলছে, শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্য হয়েছে দীপিকাকে। তাই জনপ্রিয় এই সিনেমা থেকে দীপিকাকে ‘বাদ দেওয়া হয়েছে’। বলিউড হাঙ্গামা বলছে, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার প্রথম পর্বে দীপিকা যে পারিশ্রমিক নিয়েছিলেন, দ্বিতীয় পর্বের জন্য ২৫ শতাংশ বেশি চেয়ে...