২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আরও কয়েক মাস। তবে বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে এখন থেকেই। টিকিটের আবেদন শুরু হতে না হতেই তার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। শুক্রবার ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, প্রথম ধাপের টিকিট কেনার জন্য লটারিতে আবেদন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন যুক্তরাষ্ট্র থেকেই। প্রি-সেল পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফিফা। এপর্যায়ে শুধু ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করার সুযোগ পেয়েছিলেন। আয়োজক অন্য দুই দেশ মেক্সিকো ও কানাডা থেকেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আবেদন করেছেন। এরপরই রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, জার্মানি ও ব্রাজিল। ৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ বিক্রয় পর্ব থেকে কারা টিকিট কেনার সুযোগ পাবেন, তা ২৯ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে...