মুস্তাফিজুর রহমান— দশ বছরের ক্যারিয়ারের শুরুতে তার অফ কাটার বোলিংয়ে কাবু করেছেন বিশ্বে বাঘা বাঘা ক্রিকেটারদের। সঙ্গে স্লোয়ার ও ইয়র্কারে নাস্তানাবুদ হয়েছে প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ। এরপর আধুনিক ক্রিকেটে যা হওয়ার তাই হয়েছে; তার বোলিং নিয়ে বেশ বিশ্লেষণ হয়েছে, পড়াশোনাও করেছে প্রতিপক্ষ। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে ক্ষুরের ধার কমেছে। তবে কখনোই নিজেকে হারিয়ে ফেলেননি। যে কারণে এই কাটার মাস্টার সবসময়ই ছিলেন দলের অটো চয়েজ। এবার চলমান এশিয়া কাপে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পর্বে পা দিয়েছে টিম বাংলাদেশ। আমিরাতের মাটিতে সুপার ফোরে তিনটি ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে দুবাইয়ের মাঠে।প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। এই তিন দলের বিপক্ষে ম্যাচে ভালো ফল বের করতে ভিন্ন কিছু করে দেখাতে হবে টাইগার ক্রিকেটারদের। এছাড়া দুবাইয়ের স্লো পিচও নতুন চিন্তার কারণ। তবে এই চিন্তা থেকে মুস্তাফিজে মুক্তি...