ভক্তরা কীভাবে হানিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, তা আগেই জানিয়েছে আয়োজক সানসিল্ক। প্রতিষ্ঠানটি জানায় ‘গেট রেডি উইথ মি’ একটি ভিডিও বানিয়েই দেখা পাওয়া যাবে হানিয়া আমিরের সঙ্গে।নতুন রূপে পূর্ণিমাঅংশগ্রহণের নিয়মও তুলে ধরা হয়েছে একটি ভিডিওতে। এতে বলা হয়েছে, তিনটি ধাপে ভিডিও তৈরি করতে হবে।প্রথমে আপনার সেরা কালো পোশাকটি বেছে নিন। এরপর সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুলে আনুন উজ্জ্বল ঝলক, সঙ্গে মানানসই গহনা, ব্যাগ ও জুতা নির্বাচন করুন। সর্বশেষ এই সাজে একটি সুন্দর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করুন।এই সহজ তিন ধাপ মেনে প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিতে পারেন হানিয়া আমিরের সঙ্গে সাক্ষাতের সুযোগ।এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজনে এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন হানিয়া আমির। এরপর তিনি ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। অংশগ্রহণের নিয়মও তুলে ধরা হয়েছে একটি...