নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গত ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল "জনতা পার্টি বাংলাদেশ"। দলটির স্লোগান হলো "গর্ব মোরা ইনসাফের দেশ"। অনুসন্ধানে জানা গেছে, নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত রহস্যময় মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী "জনতা পার্টি বাংলাদেশকে" অর্থায়ন করেছেন। এনায়েত করিম চৌধুরীর জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে এসেছে বলে জানানো হয়। দলের গঠন থেকে শুরু করে পরিচালনা পর্যন্ত সিংহভাগ অর্থ তিনিই দিতেন এবং দল গঠনে তার ভূমিকা ছিল বলে অভিযোগ করা হয়। এনায়েত বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন। ৬ ও ৭ সেপ্টেম্বর তিনি রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন এবং পরবর্তীতে গুলশানের একটি ফ্ল্যাটে থাকতেন। এ সময়ের মধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতিনির্ধারক পর্যায়ের একাধিক...