স্থানীয় লোকজন ও কৃষকরা জানায়, ওই কালভার্টের নিচ দিয়ে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন হতো। চলতি বর্ষা মৌসুমে কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করায় বৃষ্টিপাতের কারণে এলাকাজুড়ে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উজানের পানি প্রবাহিত হতে না পেরে সড়ক দিয়ে নেমে আসছে। স্থানীয় সাইফুল ইসলাম জানান, এটি অনেক পুরনো রাস্তা। কালভার্টের দুই পাশে মাটি দিয়ে ভরাট করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানি পাকা সড়ক দিয়ে স্রোতের মতো প্রবাহিত হচ্ছে। আবু তাহের নামে এক পথচারী জানান, এই রাস্তা দিয়ে ক্রমাগত পানি প্রবাহের ফলে রাস্তা ভেঙে খালে পরিণত হয়েছে। এত খারাপ অবস্থা হয়েছে যে হেঁটেও চলাচল করা যাচ্ছে না।...