‘জায়নামাজ’ একটি ফারসি শব্দ, যার আরবি হলো মুসল্লা। নামাজের সময় মেঝেতে বিছানো বিশেষ গালিচাকে আমাদের এই অঞ্চলে জায়নামাজ বা মুসল্লা বলা হয়।যদিও নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছানো শর্ত নয়, তবু অনেকে ধুলাবালি থেকে সতর্ক থাকতে নামাজ পড়ার সময় জায়নামাজ ব্যবহার করে। শীতকালে টাইলস করা মসজিদগুলোতে তো নামাজের কাতারে ব্যবহৃত বড় কার্পেট বা জায়নামাজ ছাড়া নামাজ পড়া কষ্টকর। মসজিদের মেঝেতে নামাজ পড়ার ক্ষেত্রে সব সময় জায়নামাজ ব্যবহৃত না হলেও বাড়িতে নামাজ ও নফল ইবাদত করার ক্ষেত্রে বেশির ভাগ মানুষই জায়নামাজ ব্যবহার করে। তাই প্রত্যেক মুসলমানের ঘরেই একাধিক জায়নামাজ পাওয়া যায়। আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানরা হজ/ওমরাহ থেকে ফিরে প্রিয়জনদের যেসব উপহার দেন, তার অন্যতম একটি হলো জায়নামাজ। একসময় মুসলিম শাসকদের উপহারের তালিকায়ও জায়নামাজ থাকত। করেছেন : মহানবী (সা.) নিজেও নামাজ পড়ার সময়...