সম্প্রতি ধর্ষণচেষ্টার শিকার পাঁচ বছরের এক শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে রেগে অশালীন ভাষায় কথা বলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এরই মধ্যে অভিযুক্ত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জানা গেছে, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভিডিওটি গত বৃহস্পতিবার দুপুরে ধারণ করা। ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করতে বেশি সময় লাগার কারণে স্বজনদের সঙ্গে অশালীন আচরণ করেন ওই চিকিৎসক। ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবেশী এক যুবক পাঁচ বছরের শিশুটিকে খেলনা ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে পাশের এক হলুদ ক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টা করে। শিশুর চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি...