নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপ আরও জোরালো করছেন। এবার তার প্রশাসনের নজরে পড়েছে বহুল আলোচিত এইচ-১বি (H-1B) ভিসা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এক ঘোষণায় জানান, এইচ-১বি ভিসার বার্ষিক ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে এক লাফে ১ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে— যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা (১ ডলার = ১২০ টাকা ধরে)। খবর: রয়টার্স। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত অভিবাসী দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠিন করে তুলবে। ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এইচ-১বি হলো একটি অস্থায়ী কর্মসংস্থান ভিসা, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও ব্যবসায় খাতে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয়। প্রতিবছর ৮৫,০০০ বিদেশি এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ...