ভারতের মিল্ক বিউটিখ্যাত জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। শরীরি সৌন্দর্য কিংবা নাচের হিল্লোল, নানাভাবে দর্শকদের মুগ্ধ করেছেন। কখনো কাজের জন্য, কখনো ব্যক্তিগত কারণে সমালোচিত হয়েছেন তিনি। ঝলমলে রুপালি পর্দার বাইরে তিনি আসলে কেমন মানুষ? প্রেম, সমালোচনা আর সাফল্যের ভিড়েও কি তিনি খুঁজে পান নিজের ভেতরের শান্তি? সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে তামান্না উন্মোচন করলেন নিজের আধ্যাত্মিক দিক, জানালেন কেমন করে তিনি জীবন ও সম্পর্ককে দেখেন এক নতুন আলোতে।সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় তামান্না ভাটিয়া ঠিক কেমন? তামান্না কী একজন আধ্যাত্মিক মানুষ? উত্তরে অভিনেত্রী বলেন,'তরুণ বয়স থেকেই আমি একজন অনুসন্ধানকারী। খুঁজতে থাকি সবসময়। আমি মনে করি, ভারত সবসময়ই অনুসন্ধানের ভূমি ছিল। আমরা অনুসন্ধানকারী জাতি। দুর্ভাগ্যজনক বিষয় হলো, যখন কেউ বলে ‘আধ্যাত্মিকতা’ বা ‘ধর্ম’, তখন এর সঙ্গে এতটাই ভুল ধারণা ও কলঙ্ক জড়িয়ে...