একই হোটেলে থাকলেনরোহতগির ভাষায়, শাহরুখ মামলার প্রস্তুতিতে দারুণ গুরুত্ব দিয়েছিলেন। তিনি জানান, ‘তিনি আমাকে ব্যক্তিগত উড়োজাহাজের প্রস্তাবও করেছিলেন, যদিও আমি নিইনি। মুম্বাই এসে দেখি, শাহরুখ খান আমার নিয়মিত হোটেলেই উঠেছেন। নিজের হাতে অনেক নোট লিখে রেখেছিলেন। আইনজীবীদের পাশাপাশি তিনিও পয়েন্ট তৈরি করেছিলেন। সবকিছু নিয়ে আলোচনার পর আমরা হাইকোর্টে লড়ি এবং আরিয়ান জামিন পান।’ এরপর রোহতগি আবার ইংল্যান্ডে ফিরে যান। আরিয়ান খানের মামলা২০২১ সালের অক্টোবরে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ জাহাজে পার্টিতে অভিযান চালায় এনসিবি। সেখানে আরিয়ানসহ কয়েকজনকে আটক করা হয়। প্রায় তিন সপ্তাহ জেল খাটার পর জামিনে মুক্তি পান আরিয়ান। পরে তিনি মামলায় সম্পূর্ণ খালাস পান।প্রথমে সুশান্ত সিং রাজপুত-সংক্রান্ত মামলায় রিয়া চক্রবর্তীর পক্ষের আইনজীবী...