আন্তর্জাতিক গবেষণা বলছে, ২০২৪ সালে রোবলক্সে প্রতিদিন গড়ে ৮ কোটি ৫০ লাখ মানুষ গেম খেলে। এর প্রায় ৪০ শতাংশের বয়স ১৩ বছরের নিচে। বাংলাদেশে এ গেম ও অনুরূপ প্ল্যাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। মনোবিদরা মনে করছেন, এসব প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমে তীব্র হচ্ছে। ঢাকার শিশু মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, ‘একবার অনলাইন গেমে আসক্ত হয়ে পড়লে শিশু বা কিশোরকে সেখান থেকে বের করে আনা অত্যন্ত কঠিন। এতে তাদের ঘুম, পড়াশোনা, সামাজিক মেলামেশা ও মানসিক বিকাশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ’ ভিডিও গেমস অ্যাডিকশন স্ট্যাটিস্টিকস অনুযায়ী, বিশ্বজুড়ে ৮ থেকে ১৮ বছরের মধ্যে ৮.৫ শতাংশ গেমার গেমিং ডিসঅর্ডারে আক্রান্ত। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোয় শিশুদের মধ্যে ঘুমের সমস্যা, হঠাৎ রাগ, সামাজিক বিচ্ছিন্নতা এবং আত্মহত্যার প্রবণতা পর্যন্ত দেখা যাচ্ছে; যার পেছনে অন্যতম...