আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন দূরেই আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আলোচনায় ঠিকই আছেন সাকিব। এক পডকাস্ট অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি সাকিবকে এগিয়ে রাখলেন ভারতের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার থেকে। এক পডকাস্টে মঈনকে সাকিব ও জাদেজার মধ্য থেকে যে কোন একজনকে বেছে নিতে বলা হয়। মঈন আলি বলেন, 'সাকিব অনেক আন্ডাররেটেড। ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই জাদেজার চেয়ে এগিয়ে সাকিব। আমি সাকিবকে বেছে নেব।' একই অনুষ্ঠানে মঈনের সঙ্গে ছিলেন আদিল রশিদ। স্পিনার আদিল রশিদের মতামত খানিকটা ভিন্ন। আদিল রশিদ বোলিংয়ের বেলায় সাকিবকে এগিয়ে রাখেন। তবে ব্যাটিংয়ের বেলায় তিনি এগিয়ে রেখেছেন জাদেজাকে। সাকিব ও জাদেজা দুজনই বাঁ-হাতি অলরাউন্ডার। সাকিব বাংলাদেশের হয়ে ৭১ টেস্টে ৪৬০৯ রান ও...