‘গাছেরও প্রাণ আছে’ এই সত্য অনেক-অনেক বছর আগেই প্রমাণ করে গেছেন বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। বিজ্ঞানীরা বলেন, ‘‘পিপাসা পেলে গাছেরাও চিৎকার করে।’’ এবার ম্যানচেস্টার-ভিত্তিক একটি ব্যান্ডদল গাছপালা ও ছত্রাক সম্পর্কে মানুষের প্রচলিত ধারণাকে আরও ভেঙে দেওয়ার মতো একটি কাজ করে ফেলেছেন। তারা মাশরুম দিয়ে মিউজিক তৈরি করতে সক্ষম হয়েছে। ইংল্যান্ডের দুইজন সঙ্গীতশিল্পী জন রস এবং অ্যান্ডি কিড এই কাজটি করে দেখিয়েছেন। সম্প্রতি উত্তর ইংল্যান্ডের একটি কমিউনিটি সেন্টারে তাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে দেখা গেছে। যেখানে ড্রাম আর কিবোর্ড বাজিয়েছেন ‘বায়োনিক অ্যান্ড দ্য ওয়্যারস’-এর দুইজন সদস্য। তাদের পাশাপাশি কিবোর্ড বাজিয়েছে ছত্রাক আর উদ্ভিদ। যেভাবে সম্ভব হলোইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক সেন্সর ব্যবহার করে এই কাজটি করেচেন রস অ্যান্ড অ্যান্ডি কিড। এক্ষেত্রে মাশরুম ও উদ্ভিদে ইলেকট্রিক্যাল সেন্সর যুক্ত করার মাধ্যমে তাদের...