অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। শুক্রবার পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রোববার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। এর এক দিন পর জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। উচ্চপর্যায়ের সম্মেলনের আগে ২১ সেপ্টেম্বর রোববার স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।’ পর্তুগালের কোরেইও দা মানহা পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, দেশটির মধ্য-ডানপন্থি প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো প্রেসিডেন্ট ও সংসদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। পর্তুগালের এই ঘোষণা এমন সময় এলো যখন জাতিসংঘের এক ঐতিহাসিক তদন্তে ইসরায়েলের গাজা যুদ্ধকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে...