কঠিন সংকটে দেশের ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের এক বছর পরও শান্তি, স্বস্তি কিংবা আস্থা কোনোটাই ফেরেনি।বরং অনেক ক্ষেত্রে তাঁরা আরো বেশি অনিরাপদ ও ঝুঁকিতে। অর্থনীতির প্রাণ ব্যবসায়ীরা সরকারের কাঙ্ক্ষিত মনোযোগ পাননি। উল্টো শীর্ষ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, হয়রানি, মিথ্যা মামলায় জড়ানো আর কোনো অপরাধ প্রমাণের আগেই বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ অনেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখা হয়েছে। এর বাইরে উচ্চ সুদের হার, বেশি দামেও গ্যাসসংকট, মুদ্রার অবমূল্যায়ন, মব সন্ত্রাস, আইন-শৃঙ্খলার চরম অবনতি, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজিসহ আরো বহু সমস্যা ব্যবসায়ী-উদ্যোক্তাদের টুঁটি চেপে ধরেছে। শুধু তা-ই নয়, এত সব সংকটে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়নি, তাঁদের সমস্যার কথা জানতে চাওয়া হয়নি। এমনকি তাঁদের ডেকে বিনিয়োগে এগিয়ে আসারও আহবান জানানো হয়নি। ফলে বিনিয়োগে মন্দা চলছে। কর্মসংস্থান হচ্ছে না। বরং মানুষ প্রতিদিনই চাকরি...