২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ এএম হংকংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বিশাল বোমা উদ্ধার হওয়ায় কর্তৃপক্ষ শুক্রবার জরুরি পরিকল্পনা করেছে। নিরাপত্তার কারণে এলাকার মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া শুরু হবে। বোমাটি উদ্ধার করা হয়েছে কোয়েরি বে এলাকায়। শুক্রবার রাতে এলাকার প্রায় ছয় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে, যাতে শনিবার সকাল থেকে বোমা নিষ্ক্রিয়করণের কাজ নিরাপদে শুরু করা যায়। বোমাটি এখনও সম্পূর্ণ কার্যক্ষম অবস্থায় রয়েছে এবং ভুলভাবে পরিচালনা করলে ভয়াবহ প্রাণহানির ঝুঁকি রয়েছে। পুলিশ জানিয়েছে, বোমাটির দৈর্ঘ্য প্রায় ৪.৯ ফুট এবং ওজন প্রায় ৪৫০ কেজি। জেলা পুলিশ কমান্ডার অ্যান্ডি চ্যান বলেন, বোমাটি নিষ্ক্রিয় ও অপসারণের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জরুরি সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে হচ্ছে। বোমার মধ্যে প্রায় ২২৭ কেজি...