আরবি শব্দ খুতবার আভিধানিক অর্থ ভাষণ, বক্তৃতা, উপদেশ, প্রস্তাবনা, ঘোষণা, সম্বোধন, ওয়াজ ইত্যাদি। খুতবা জুমার নামাজের আগে, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের পরে, পবিত্র হজে আরাফার দিনে, বিয়ের অনুষ্ঠানে ও বিভিন্ন অনুষ্ঠানে খলিফার প্রতিনিধি, দায়িত্বশীল ব্যক্তি, ইমাম বা খতিব কর্তৃক প্রাসঙ্গিক বক্তৃতা বা ভাষণ। খুতবার প্রচলন : হজরত রসুল (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের পর ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ ‘মসজিদে কুবা’তে প্রথম জুমার নামাজ আদায় করা হয়। এতে হজরত রসুল (সা.) নিজেই ইমামতি করেন। সেদিন জুমার নামাজের আগে আল্লাহর রসুল (সা.) দুটি খুতবা প্রদান করেন। তখন থেকেই শুক্রবারে জুমার নামাজের জামাতের আগে দুটি খুতবা প্রদানের প্রথা প্রচলিত হয়। হাদিস শরিফে বর্ণিত আছে, ‘নবী করিম (সা.) জুমার নামাজের আগে দুটি খুতবা দিতেন। একটা শেষ করে সংক্ষিপ্ত সময়ের জন্য বসতেন, তারপর...