২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরুর দিন যত ঘনিয়ে আসছে উন্মাদনা আরও বাড়ছে। ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ বিশ্বকাপে প্রথম ধাপের টিকিট কেনার জন্য লটারিতে আবেদন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। শুক্রবার প্রি-সেল পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফিফা। প্রথম ধাপে শুধু ১৮ বছর বা তার বেশি বয়সী ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করার সুযোগ পেয়েছিলেন। ৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা পর্ব থেকে কারা টিকিট কেনার সুযোগ পাবেন, সেটি ২৯ সেপ্টেম্বর থেকে মেইলের মাধ্যমে জানানো হবে। মোট ১০৪ ম্যাচের টিকিট বিক্রি করা হবে। গ্রুপ পর্বে টিকিটের দাম শুরু মাত্র ৬০ ডলার থেকে। প্রত্যেকে এক ম্যাচের সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, আর পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০ টির বেশি...