গুগলের ডিসকভার কনটেন্ট ফিডে নতুন কিছু ফিচার আসছে। এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট ও ইউটিউব শর্টস দেখাতে শুরু করবে মার্কিন সার্চ জায়ান্ট গুগল ডিসকভার। গুগল বলছে, এখন কেবল ওয়েবের বিভিন্ন আর্টিকেলই নয়, বরং এর সঙ্গে আরও কিছু যোগ হচ্ছে। এবার থেকে সেখানে ইনস্টাগ্রাম, এক্স-এর মত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং ইউটিউব শর্টসের মত কনটেন্টও দেখা যাবে। এক ঘোষণায় গুগল লিখেছে, “আমাদের গবেষণায় ব্যবহারকারীরা বলেছেন, ডিসকভারে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পছন্দ করেন তারা। যেমন– ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট ও বিভিন্ন আর্টিকেলের মিশ্রণ।” এসব পরিবর্তন ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই’ ডিসকভারে দেখা যেতে শুরু করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। তবে ডিসকভারের জন্য বিষয়টি একেবারে নতুন নয়। বৃহস্পতিবার থেকে ব্যবহারকারীরা বিভিন্নভাবে তাদের ফিড কাস্টমাইজ বা নিজের মতো করে...