আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এর আগে জুলাইয়ে তিনটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় এসেছিল তারা। তবে এবার দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ম্যান ইন ব্লুরা। সিরিজের দুটি টেস্টের একটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং অন্যটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। জানা গেছে, ২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে পাকিস্তান দল বাংলাদেশে আসবে। দুই দলের লড়াই ২৬ মার্চ থেকে শুরু হতে পারে। তবে ম্যাচগুলোর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ...