ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে গাজা সিটিতে গত ৩৮ দিনে ৩,৫৪২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। অর্থাৎ ১১ আগস্ট অভিযান শুরুর পর গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১,৯৮৪ জন (৫৬%) উত্তর গাজা এবং ১,৫৫৮ জন (৪৪%) মধ্য ও দক্ষিণাঞ্চলে নিহত হয়েছে। এই এলাকাগুলিকে ইসরায়েল ‘নিরাপদ মানবিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল। মিডিয়া অফিস জানিয়েছে, এই সংখ্যার ভিত্তিতে ইসরায়েলি সেনারা বিশেষভাবে উত্তর ও মধ্য গাজা লক্ষ্যবস্তু করেছিল। ফলে বাসিন্দাদের ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হতে হয়েছিল। এছাড়া ঘোষিত নিরাপদ এলাকাতেও হামলা চালানো হয়েছে, যা বেসামরিক নাগরিক ও আশ্রয়স্থলকে ইচ্ছাকৃতভাবে নিশানায় পরিণত করেছে। বিবৃতিতে...