এশিয়া কাপে সুপার ফেরের অনিশ্চিত যাত্রা থেকে এক নতুন সম্ভাবনার পথ তৈরি হয়েছে বাংলাদেশের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে আরব আমিরাত গিয়েছিল লিটন-জাকেররা। সেই স্বপ্নটা এখনও বেঁচে আছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এশিয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ নতুন করে একটি জায়গা তৈরি করে নিয়েছে। দুই দলের এই লড়াইটা শুধু ব্যাটে বলেই নয়, গ্যালারিতে থাকা দর্শক কিংবা বাইরে থাকা সমর্থকদের মাঝেও পৌঁছে যায়। তবে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে তেমনটা দেখা যায়নি। লঙ্কানদের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হেরেছিল বাংলাদেশ। ঠিকঠাক মতো লড়াইটাও করতে পারেনি লিটন দাসের দল। সেই হারের ক্ষত ভুলে এবার নতুন শুরু বাংলাদেশের। সুপার ফোরে এটাই প্রথম ম্যাচ হবে লাল-সবুজের...