চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া অবশ্য আলোচনার ফলাফল স্পষ্ট করে জানায়নি। শিকে উদ্ধৃত করে বলা হয়েছে, বেইজিং টিকটক নিয়ে আলোচনাকে স্বাগত জানাচ্ছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স পরিচালিত টিকটককে আগে জানানো হয়েছিল, তাদের অবশ্যই যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে হবে। নইলে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। তবে ট্রাম্প জানুয়ারিতে প্রথম এ ঘোষণা দেওয়ার পর থেকে চারবার অ্যাপ বন্ধের সময়সীমা পিছিয়ে দেন এবং চলতি সপ্তাহের শুরুতে আবারও সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করেন। নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, দুপক্ষই বাণিজ্য ইস্যুতে অগ্রগতি অর্জন করেছে এবং তারা দক্ষিণ কোরিয়ায় অক্টোবরে শুরু হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে দেখা করবেন। পাশাপাশি তিনি চীন সফরেও যাবেন। ট্রাম্প বলেছেন, আমি প্রেসিডেন্ট শির সঙ্গে একমত হয়েছি যে আমরা দক্ষিণ কোরিয়ার এপেক সম্মেলনে সাক্ষাৎ করব এবং আগামী বছরের শুরুর দিকে আমি...