বৃষ্টির কারণে স্থগিত হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ম্যাচগুলো নতুন সূচিতে মাঠে গড়াবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। যদিও লিগের প্রথম চারটি ম্যাচ রাজশাহী ও বগুড়ায় হওয়ার কথা ছিল, তবে পরবর্তী সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে। শুরুর দিক থেকেই বৃষ্টি টুর্নামেন্টকে বাধাগ্রস্ত করেছে। রাজশাহীতে একটি ম্যাচ মাত্র ৫ ওভার খেলা সম্ভব হয়, আর বগুড়ায় দুইটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয় দলগুলোর মধ্যে। এ কারণে বাকি ম্যাচগুলো সিলেটেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী ২৪ সেপ্টেম্বর খেলোয়াড়েরা রিপোর্ট করবেন বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার। এনসিএলটি-টোয়েন্টি নতুনভাবে চালুর পর গত মৌসুমের খেলা হয়েছিল সিলেটেই। এবার বিসিবি ক্রিকেটকে আরও দেশব্যাপী ছড়িয়ে দিতে চেয়েছিল—সে কারণে রাজশাহী ও বগুড়ায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা...