বড় দলগুলোর বিপক্ষে সিরিজ খেলার আগ্রহ সবসময়ই থাকে ছোট দলগুলোর। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বেশি ম্যাচ খেলতে পারলে নিজেদের ক্রিকেটের মানোন্নয়ন হয়, সেই ধারণা থেকেই তৈরি হয় এই আগ্রহ। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের মতো দলগুলো সবসময় অপেক্ষায় থাকে, কখন ভারত-অস্ট্র্রেলিয়ার মতো দলগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ আসে। সম্প্রতি ভারতের সঙ্গে সিরিজ খেলার জন্য আলোচনায় বসেছে আয়ারল্যান্ড। আগামী গ্রীষ্মে ইংল্যান্ড সফরের পথে ভারতীয় পুরুষ দল তাদের সঙ্গে একটি সাদা বলের সিরিজ খেলবে বলে আশা করছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। আগামী বছর ১-১৯ জুলাই ইংল্যান্ডে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে যাবে ভারত। এর আগে আয়ারল্যান্ড সফর নিয়ে সিআই কর্মকর্তারা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে। গত সাত বছরে (২০১৮, ২০২২ ও ২০২৩) ভারতীয় দল তিনবার আয়ারল্যান্ডে ছোট টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এবং ডাবলিনের উপকণ্ঠে মালাহাইডে...