ইউয়েন ছ্য পরিচালিত ‘হোয়াট'স নেক্সট?' সিনেমাটি পুরোপুরি এআই নির্মিত। আগে সিনেমা তৈরির বাজেট পেতে হিমশিম খেতেন তিনি। এখন এআই-এর কল্যাণে অল্প খরচেই সিনেমা বানাতে পারছেন। চীনের তরুণ পরিচালক ইউয়েন ছ্য একটি সিনেমা তৈরি করেছেন। আর এটা হয়ত অতীতে আপনি যেসব সিনেমা দেখেছেন তার চেয়ে ভিন্ন। সিনেমাটির নাম - হোয়াট'স নেক্সট? চলচ্চিত্র পরিচালক ইউয়েন ছ্য অতীতে সাত বছর অন্য সিনেমা নিয়ে কাজ করেছেন। কিন্তু অর্থসংকটের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে আগ্রহী হন তিনি। ‘হোয়াট'স নেক্সটে?' সিনেমায় কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি। তার বদলে রানওয়ে নামের একটি এআই-নির্ভর সফটওয়্যারে সুনির্দিষ্ট প্রম্পট ব্যবহার করেছেন তিনি। হোয়াট'স নেক্সট?-এর পরিচালক ইউয়েন ছ্য বলেন, ‘জাদুকরি ব্যাপার হচ্ছে আমার আগে থেকে তৈরি কোনো আউটলাইন বা স্ক্রিপ্ট ছিল না। যখন এটি শুরু করি তখন মাথা থেকে আউটলাইন...