২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম যুক্তরাষ্ট্র অভিবাসন ও বিদেশি দক্ষ কর্মী নিয়োগে নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে এইচ-ওয়ান বি ভিসার বাৎসরিক ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে ফি ১ হাজার ৫০০ ডলার থেকে বেড়ে ১ লাখ ডলারে উন্নীত হয়েছে। শুক্রবার দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ তথ্য নিশ্চিত করেছেন। মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের আগমন নিয়ন্ত্রণ করা এবং দেশীয় কর্মী ও শিক্ষার্থীদের সুযোগ বাড়ানো। এর মাধ্যমে বিদেশি কোম্পানিগুলোকে বার্তা দেওয়া হচ্ছে যে, যুক্তরাষ্ট্রে যদি দক্ষ কর্মী প্রয়োজন হয়, তবে স্থানীয় বিশ্ববিদ্যালয় বা প্রশিক্ষিত মার্কিন নাগরিকদের নিয়োগ দেওয়া উচিত। এইচ-ওয়ান বি ভিসা একটি বিশেষ কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিতে পারে। ২০০৪ সাল থেকে এই কর্মসূচির আওতায় প্রতি...