২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি পেতে পারে। তেহরান অবশ্য এটিকে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে এ বিষয়টি ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত করা হয়। প্রস্তাবটি পাস হলে ইরানের ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া হতো। কিন্তু ভোটে এটি প্রত্যাখ্যাত হওয়ায় বর্তমান নিষেধাজ্ঞা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। বিশ্লেষকেরা মনে করছেন, এতে ইরানের অর্থনৈতিক চাপ আরও বেড়ে যাবে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে স্থায়ী ও অস্থায়ী সদস্য মিলিয়ে মাত্র চারটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।...