২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ এএম ইসরায়েলের নতুন হামলায় দক্ষিণ লেবাননে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও এই হামলার ঘটনা ঘটেছে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। শুক্রবারের (১৯ সেপ্টেম্বর) হামলা মূলত দক্ষিণ লেবাননের তিবনিন ও আনসার শহরে চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিবনিন শহরের সরকারি হাসপাতালের বাইরে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। একই দিনে আনসার এলাকায় আরেকটি গাড়িতে হামলার ঘটনায় আরও একজন নিহত হন। ইসরায়েলি বাহিনীর দাবি, এসব হামলা হিজবুল্লাহ কমান্ডার ও তাদের সামরিক কাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহ কমান্ডার আম্মার হায়েল কুতাইবানিকে হত্যা...