গ্রুপ পর্বের শেষ দিকে শ্রীলঙ্কার সমর্থক বনে গিয়েছিল বাংলাদেশ। সে সময় আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়ই চেয়েছিল টাইগাররা। কেননা এই জয়ের মধ্যে দিয়েই লিটন দাসের দল উঠে যাবে এশিয়া কাপের সুপার ফোরে। অবশেষে সেটাই হয়েছে। তবে একদিন পর সেই শ্রীলঙ্কায় আবার টাইগারদের প্রতিপক্ষ। কেননা শনিবার এই দুই রাত ৮টায় মুখোমুখি সুপার ফোরের লড়াইয়ে।গ্রুপ পর্বের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর পর্বের ম্যাচটিও বাংলাদেশের জন্য সহজ হবে না। এই ম্যাচেও কঠিন চ্যালেঞ্জ থাকবে লিটন দাসদের জন্য। কারণ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং মিলিয়ে এশিয়া কাপে দুর্দান্ত খেলছে শ্রীলঙ্কা। তারা এখন পর্যন্ত অপরাজিত। অন্যদিকে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ হেরেছে শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই। এবার আবারও শ্রীলঙ্কা জিতবে, নাকি গত ম্যাচে হারের প্রতিশোধ নেবে বাংলাদেশ, সেটি জানা যাবে দুই দলের মাঠের লড়াই শেষে।গ্রুপ পর্বে হংকং...