এবার এস্তোনিয়ার আকাশে অনুপ্রবেশ করলো রুশ যুদ্ধবিমান। শুক্রবার এই ঘটনার পর ন্যাটোর অন্যান্য সদস্যদের সঙ্গে জরুরি পরামর্শের জন্য বৈঠকের আহ্বান জানিয়েছে দেশটি। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘বেপরোয়া অনধিকার প্রবেশ’ বলে নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি রুশ মিগ-৩১ যুদ্ধবিমান অনুমতি ছাড়া এস্তোনিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করেছে এবং মোট ১২ মিনিট সেখানে অবস্থান করেছে। ন্যাটো মুখপাত্র জানিয়েছেন, সামরিক জোট ‘তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে এবং রুশ বিমানগুলোকে আটকেছে’। তিনি একে রাশিয়ার আরেকটি বেপরোয়া পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং ন্যাটোর প্রতিক্রিয়া সক্ষমতার উদাহরণ হিসেবে তুলে ধরেন। ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষায় ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন যুদ্ধবিমান মোতায়েন করেছে। তবে রাশিয়া আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো ‘নির্ধারিত নিয়মিত ফ্লাইটে’ ছিল, আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম মেনেই উড্ডয়ন করেছে এবং কোনো দেশের...