ভারতের বাঁহাতি পেসার আর্শদিপ সিং গড়লেন অনন্য কীর্তি। এশিয়া কাপে শুক্রবার রাতে ওমানের বিপক্ষে ম্যাচে তিনি ৩৭ রানে ১ উইকেট নেন আর্শদিপ। আর তাতেই বনে যান ভারতের ইতিহাসে প্রথম বোলার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করলেন। আবুধাবিতে ম্যাচের শেষ ওভারে ওমানের ব্যাটার বিনায়ক শুক্লাকে আউট করে আর্শদিপ এই মাইলফলক স্পর্শ করেন। ম্যাচটি ভারত জিতেছে ২১...