গানের দল সমগীত আয়োজন করেছে তাদের নতুন গান ‘ধর্ম যার যার’ (To Each Her Own Faith)–এর মিউজিক ভিডিও প্রকাশনা উৎসব। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকার পান্থপথের দৃকপাঠ ভবনে আয়োজিত অনুষ্ঠানে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, সংগীতশিল্পী কফিল আহমেদ, বিশ্বসূফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, সায়ান, অরূপ রাহী, কাজী কৃষ্ণকলি ইসলাম, সহজিয়া ব্যান্ডের রাজুসহ বিশিষ্ট সংগীতশিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সমগীতের সভাপ্রধান রেবেকা নীলা। এরপর শুরু হয় উদ্বোধনী পর্বের অংশ। সেখানে একে একে গান করেন রবি বাউল, কীর্তনীয়া অর্চনা দেবনাথ ও মায়া সাহা এবং সুরেশ্বর দরবারের সোহাগ দেওয়ান। এরপর উদ্বোধন করা হয় ‘ধর্ম যার যার’ গানটি। উদ্বোধন করেন শিল্পী কফিল আহমেদ। গানটির প্রথম প্রদর্শনীর...